চারিদিকে খালি একটাই রব 'গেলো গেলো'।
হচ্ছেটা কি! সমাজটা যে রসাতলে গেলো।
চায়ের কাপে তুফান তুলে শুধুই গেলো গেলো।
অথচ আমাদের চোখের ফাঁক গলেই গেলো।
চৌকিদার থাকতেও 'নীরব' কখন পালিয়ে গেলো।
কিছু হুলো আইনের ফাঁকে বেরিয়ে গেলো।
চারটে লোক না খেতে পেয়ে মারা গেলো।
হইচই! তাতেই বা কার কি এসে গেলো।
মানবতা, ভালোবাসা, সততা সবই গেলো।
আরে ওগুলো যাবার ছিলো, তাই গেলো।
মান, সম্মান, ইজ্জত তাও তো গেলো।
কানে দিয়েছি তুলো,পিঠে বেঁধেছি কুলো!
আ গেল যা! সবসময় খালি গেলো আর গেলো।
মাঝে মাঝে মনে হয়, আমরা কি 'জন্ম নুলো'!