কাটাকুটি খেলা চলছে অবিরত।
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তর হতে চলেছি।
সবই বুঝি কিন্তু অঙ্কটা বড় জটিল।
সেই তৈলাক্ত বাঁশে ওঠা অঙ্কের মত ।
মেলানোর আগেই আবার গোড়ায়।
অসময়ে রথের চাকা যদিও ঘোরে,
ভাগ্যের চাকা জং ধরে পরে আছে।
ভাগের খেলায় আমরা ভাগফল।
ভাগফল ছোটো হলে চওড়া হাসি।
নোটেগাছটি মুড়িয়ে খাওয়া সহজ।
কাটা ঘুড়ির মত ঝুলছি গাছে ।
সুতটা খুবই অপলকা ছিলো।
হাওয়ায় ডানদিকে বাঁ-দিক করি।
অপেক্ষা কে আমার দখল নেবে।
কার লটাইয়ের সুতোয় বাঁধা পড়ব।