এখনও পলাশ জাগেনি।
পাগল কোকিল ডাকে,
প্রত্যুত্তরের আশায়!
তোমার কি পাগলামি সাজে?
থমকে গেছে বহমান স্মৃতি।
বধির পাখি জানেনা কুজন!
নির্বাক ফুলদল সাজেনি পরাগে।
বসন্ত থেমে গেছে উত্তুরে হাওয়ায়!
নিশ্চুপ ছায়ামাখা চাঁদ জাগে একা।
কার প্রতীক্ষায়!!
তোমার কি পাগলামি সাজে,
এই নীরবতায়!!