চলছে রে ভাই যুদ্ধ যুদ্ধ খেলা।
কূটনীতিতে হচ্ছে যে জল ঘোলা।
কার গোলাতে মরল ক'জন,
তার হিসাব চলে প্রতিক্ষণ।
প্রতিরক্ষাতে বেশি টাকা চাই।
ট্যাক্সের বোঝা বেড়ে চলে তাই।
শিক্ষা খাতেতে হচ্ছে ছাঁটাই!
আগে দেশের সুরক্ষা চাই!
ভোট এলেই চলে রণহুঙ্কার,
ব্যর্থতা সবই ঢাকা দরকার।
উগ্র জাতীয়তাবাদের চলে সুড়সুড়ি।
ভোটের বাক্স তবেই তো উঠবে ভরি।
হিটলারের মেইক্যাম্পে, সর্বজার্মানবাদের তত্ত্ব।
হিরোশিমার বিকলাঙ্গের কাছে তা নিরর্থ!
শবের উপর লিখে চলো তুমি, তোমার বিজয়গাথা ।
বীরের কাহিনীতে ভরে থাকে ইতিহাসের পাতা।
সুন্দর এ পৃথিবীতে মোরা কাটাতে চাই হেসে-খেলে।
জানি না কখন ধ্বংস হবে বারুদের রোষানলে!