বুড়ো হাড়ে শক্তিটা, কমে গেছে একদম।
বডি কাঁধে নিয়ে যাওয়ার ঝক্কিটা বোঝে যম?
আধুনিক যমদূত কেঁদে কেটে একসা
চাই তার স্মার্টফোন, অনলাইন ব্যাবসা।
বোতামটা টিপলেই চলে যাবে আত্মা।
নিমেষেই যমরাজ পেয়ে যেত বার্তা।
সেকেলে যমরাজ, মানবে না কিছুতে।
প্রতিদিন চাই তার, তাজা মড়া সাঁটতে।
নেট ঘেঁটে চিত্রগুপ্ত দেখে নিতো ঝলকে।
মড়াটা কোথায় যাবে স্বর্গ না নরকে।
একথা যমরাজ বুঝলো না এখনও।
বুড়ো যমদূতের কষ্ট, কমবে কি কখনও?