কাল সারারাত চোখে ঘুম আসেনি।
তোমার স্মৃতি আমায় ঘুমোতে দেয়নি।
যাবার আগে অনেক প্রশ্ন করেছ আমাকে।
কি দিয়েছি আমি তোমাকে।
কিছুই কি পড়েনা মনে স্মৃতি রোমন্থনে?
হয়তো বা সামান্য তা এইক্ষণে।
যে কথা শুক-শারিরা বলে সন্ধ্যাকালে। চঞ্চুতে চঞ্চু রেখে কপোত - কপোতিরা যে কথা বলে।
কতবার চেয়েছি বলতে সে কথা।
যা মোর হৃদয়ের মনিকোঠায় আছে গাঁথা।
যা বলতে মোর হৃদস্পন্দন বেড়ে চলে।
শিরায় শিরায় শিহরন বয়ে চলে।
শিহরিত হয়ে বলি একবার সেই কথা
যা ছিল মনের অন্তরালে, ভালোবাসি -
ভালোবাসি তোমারে।