সকালের সোনালী রোদ
স্পর্শ করেছে আমার চোখ।
দুই শালিক আসেনি আজ জানালাতে ।
দাঁড়কাক ডেকে গেছে
চিলেকোঠায় বসে।
ভয় দেখেছি আমার প্রিয়ার চোখে।
ধরিত্রী নতুনকে করে আহ্বান।
বলে গেল, আর নাই স্থান, আর নাই স্থান।
জানি চলে যেতে হবে আমাকে,
তবু বড় লোভী আমি....
হে ঈশ্বর, কায়াহীন করে দাও আমাকে।
কায়াহীন হয়ে থাকতে দিও সুন্দর ভুবনে।
যেখানে শঙ্খচিলের ডানায়
সোনালী রোদ ঝরে,
যেখানে ফুলেরা হাসে বাতাসের হিল্লোলে,
মৌটুসি ফুলে ফুলে মধু লোটে।
আর, আমি দেখব প্রিয়াকে,
স্পর্শ করব না তাকে।
প্রিয়া আমার...
যাবার আগে শুধু একবার,
আরক্ত আনত মুখে,
তোমার ওষ্ঠের পরশ দিও...!!!