রেলগাড়ির কামরায়
হঠাৎ যদি তোমায় দেখি,হয়তো তা স্বপ্ন...
তবে তাই হোক।
দুই বিঘা জমির আলপথে তোমার আশায়।
জমিদার নেই, সবই প্রোমোটারের দখলে।
সাগরে সন্তান বিসর্জন আর হয় না।
এখন ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি হয়।
কন্যা ভ্রুনের মৃত্যু হয় জঠরে।
তোমার সাধের বোলপুরে উন্নয়ন কথা বলে।
তুমি শুধু নেই...
তুমি আছো প্রভাত ফেরিতে,আছো ছবিতে।
তোমার গান আজ কোলকাতার
সিগন্যাল পোস্টে।
এপার ওপার বাংলা শুধুই তুমিময়।
ছবিতে নয়, প্রভাত ফেরিতে নয়,
তুমি থাকো বাংলার কবি-হৃদয়ে।