মুখ বলে না মনের কথা।
সে যে সাবধানী অতিশয়!
মনের কথা মনেই থেকে,
জমাট বাঁধে হৃদয় মাঝে।
কখনও সে ছটফটিয়ে,
বাহির মনের খুশি খোঁজে।
কখন আবার শান্ত ভীষণ,
নীরবতার ব্যথায় কাতর।
মনে জমা কথার পাথর,
সীমার রেখা টানতে চায়!
কখনও সে আগুন হয়ে,
আগ্নেয়গিরির লাভা-স্রোত।
মন খননে কয়লা জোটে!
হীরা ক'জনের ভাগ্যে হয়?