আমার ব্যালকনি খুব নিরিবিলি।
অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে যায়।
তবু ফেলে আসা দিন মনে পড়ে।
স্বচ্ছতার অভাবে সব এখন আবছা!
পাশের বাড়িতে কন্যা সন্তানের জন্ম ;
পৃথিবীর প্রথম আলোয় তার কান্না।
দূরে একটা কাটা ঘুড়ি হাওয়ায় ভাসছে।
ভাসতে ভাসতে কোথায় যাবে কে জানে!
গর্ভের অন্ধকার থেকে আলোর দিশা!
আলো অন্ধকার শুধুই চক্রাকারে ।
নেতার সুদর্শনে সূর্য ঢাকা পড়ে।
আলোর ঠিকানা তারাই দিতে পারে।
ছেলেটি উদ্ভ্রান্তের মত চলে গেল;
চোখে মুখে অসহায়তার স্পষ্ট ছাপ।
ওর কাছে বেকার কিছু শংসাপত্র।
সুসজ্জিত মিছিলে দিন বদলের আশা।
ভাবনা গুলো এলোমেলো জটিল।
উত্তর হাতড়ে শুধুই হিজিবিজি!