কানু প্রেমে মজে মীরা, কৃষ্ণ কৃষ্ণ বোলে!
রাধা তখন শ্যামের বাঁশির ডাকে পাগলপারা,
মিলন আকাঙ্ক্ষাতে।
শ্যামের বাঁশি বাজেনি তো
মীরার নাম ধরে।
কৃষ্ণ শুধুই রয়ে গেল মীরার অনুভবে।
গোলাপ এসে বলল হেসে, 'তাতে আমার কি?
কিবা রাধা কিবা মীরা,
সব প্রেমেই আমি বিরাজি!'