কবিতা আর আসছে না ভাই,
সহজ সরল ছন্দে।
চিন্তাগুলো হচ্ছে জটিল,
কবি হওয়ার দ্বন্দ্বে।
কথা যা সব মাথায় আসে,
পেঁচিয়ে লিখলে ভীষণ হাসে।
হাসি দেখে রাগ ধরে যায় তখন।
কবি হওয়া কি সহজ এখন?
কবিতার পাতায় হচ্ছে রেটিং,
ভুল ভেবো না, হয়নি বেটিং!
ভয় হয়, এই বয়সে শূন্য যদি পাই,
গিন্নি বলবে, কি যে লেখো ছাই!
এমন কিছু লিখব এবার,
যাতে গোমরামুখো হাসেন।
রেটিং দিতে বিজ্ঞ কবি
বিষম খেয়ে কাশেন!
রাগ করেছ? আড়ালে মারছ চাঁটি!
ভাল করে ভেবে দেখ, বলছি খাঁটি!