কাঁটার আঘাত সহ্য করে,
গোলাপের সৌরভ খোঁজো।
ছেনী হাতুড়ির আঘাতে আঘাতে,
পাথরে প্রাণের সঞ্চার...
পৃথ্বীর বুক লাঙলে চিড়লে,
পাওয়া যায় সবুজের সমাহার।
এসবই ধ্রুব সত্য...

তবু কিছু সত্যের পিছনে থাকে,
ইতি-গজ!
অমানবিক ছলনা...
যন্ত্রণা!

কতটা যন্ত্রণা পেরিয়ে মানুষের
বিবেক জাগ্রত হবে!
কে জানে???