একটি প্রতিবাদ
ইদানিং একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। বিভিন্ন কবির লেখা নিয়ে আলোচনার পাতায় এসে নগ্ন ভাবে সমালোচনা করা হচ্ছে। কবিতা নিম্ন মানের, এই মন্তব্যও করা হচ্ছে। যেটি কবির পাতায় গিয়ে করা যেত।
কোনো কবির কবিতা কারো বুঝতে অসুবিধা হতেই পারে।
সেটি নিয়ে আনায়াসে তার পাতায় গিয়ে আলোচনা করা যায়। সর্বসমক্ষে আলোচনা করার মানে কি?
যে সমস্ত কবি কোনো কবির পাতায় গিয়ে মন্তব্য করেন বা প্রশংসা করেন, তারা অহেতুক কবির পিঠ চাপড়াচ্ছেন, এটা বলা মানে মন্তব্যকারী কবিদের অপমান করা।আমার তাই মনে হয়।
কবি সুমিত্র দত্ত রায়ের '' তবু দীপ জ্বলে না '' কবিতাটি নিয়ে যে আলোচনা আজ হয়েছে,
সেই কবিতাটিতে ৩৭ জন কবি মন্তব্য করেছেন। তার মধ্যে অপমানিত আমি একজন।
এই ধরনের অপমান সূচক আলোচনা বন্ধ করা হোক। আলোচনার পাতায় কবিতা নিয়ে গঠন মূলক আলোচনা যে রকম হয়, সেটা হোক। এই কাদা ছোঁড়াছুড়ি বন্ধ হোক।
মাননীয় এডমিন মহাশয়ের কাছে আমার অনুরোধ, এই ধরনের লেখা প্রকাশ করার আগে, একবার পরীক্ষা করে দেখা হোক।