সকাল বেলা সেজে গুজে আন্দোলনে যাচ্ছি,
ঠাকুরদা এমন সময় দিলেন এক হাঁচ্চি!
বাধা যখন পড়লো, কি করে আর যাই!
ঘুম ছেড়েছি সকাল বেলা উঠছে ভীষণ হাই।
পরের বারে ঠিক যাব, মানবো না কোনো বাধা।
এভাবে আমার দেশ প্রীতিতে বাধ সাধা?
ও বাবা! এবারে জানলায় ঠিক 'এক শালিক'।
গিন্নী বলেন গরীবদের তুমিই কি একা মালিক?
'ঘরে বসে বাড়াও না, বিষয় সম্পত্তি।
এই সমস্ত ঝুট ঝামেলায় আমার আপত্তি। '
টেবিলে বসে জ্বালাময়ী কবিতা লিখব ঠিক।
এমন সময় বাধ সাধে দেয়ালের টিক টিক।
আন্দোলনের রাস্তায় যদি 'বেড়াল কাটে',
তোমাদের সাথে কি করে থাকি মাঠে ঘাটে।
যে কটা দিন আছি, থাকি না চোখ বুজে,
অনেকে তো আছেই, নিক না সমাধান খুঁজে।
ঠিক বলেছো প্রিয়া, তুমি আমার, আমি তোমার।
এই ছুটিতে সুইজারল্যান্ডে কাটাই 'সামার'।
নয়তো বা হাড় জিরজিরে মানুষের ছবি তুলি।
এই ছবিতেই এখন পড়ে ভীষণ হাততালি!
ঐ দ্যাখো, তোমরা আমায় উল্টো বুঝলে!
আমার মতো অনেক পাবে দেশটা খুঁজলে।