সুগন্ধ ছড়িয়ে ধূপ নিভে যায়।
সভ্যতায় শুধুই বারুদের গন্ধ ।
মসি, অসির চেয়ে বড় - প্রবাদে।
মহাকাব্যে রক্তের আঁশটে গন্ধ!
ধ্বংসেই লুকিয়ে সৃষ্টির বীজ।
তবু একই সূর্য ঘুরে ফিরে।
আজ কলঙ্ক খুঁজে ফিরি চাঁদে!
আয়নায় শুধুই প্রতিবিম্ব ।
কলুষতা আড়ালে...