পানকৌড়ি দেয়না যে ডুব।
পুকুর বুজছে, সবাই তো চুপ।
আইনের দেবীর চোখটি বাঁধা।
বিচার সেতো আরোই ধাঁধা।
আজও চলে বস্ত্র হরণ।
সাক্ষী দিতে আছে বারন।
যুব শক্তির আসেনা বাধা।
হাতে তাদের কারণ সুধা।
নেতারা আজ মস্ত খুঁটি।
তার পিছনেই মরছে ছুটি।
ঘুষের টাকায় পকেটে ভারী।
তোমার ঘরে চড়েনা হাঁড়ি।
গোয়ালাতে দুইছে দুধ।
বাছুর লাফায় বেজায় দুখ্।
সমাজে আজ ধরেছে ছাতা।
হড়কালে ভাই যাবে মাথা।
বুকের মধ্যে ধুকপুকুনি, আর জ্বলছে আগুন।
বদ্যি বলে ঔষধ খান, আর সকালে হাঁটুন।