শিলিং ফ্যান থেকে ঝুলছিল
তরতাজা দেহটা।
কেউ হাত দেয়নি, পুলিশি
ঝামেলার ভয়ে।
বিছানায় ছড়িয়ে সার্টিফিকেটগুলো।
ওগুলোতেই ছিল বাঁচার স্বপ্ন।
পকেটে একটা চিরকূট__"আমার
মৃত্যুর জন্য কেউ দায়ী নয় "।
এতো তাড়াতাড়ি হেরে গেল ছেলেটি?
পৃথিবী যোগ্যতমের উদ্বর্তনের কথা বলে।
অথচ ধরতে ব্যর্থ যোগ্যতার মাপকাঠি।
বেকারের ভালবাসা বিক্রি হয় যোগ্যের কাছে।
শুধু দু'ফোটা চোখের জল আর হাহুতাশ!
সবকিছুই ছিল তার হতাশার কবলে।
টিভিতে মনোবিজ্ঞানের আলোচনা।
যোগ্যতার মাপকাঠি অজানাই থাকে।
সবকিছুই বোধহয় ছলে বলে কৌশলে!
চিন্তা হাতড়াতে হাতড়াতে ছাদে উঠলাম।
দূরে একটা বাচ্চা পায়রা ওড়ার চেষ্টায়।
একটা বিড়াল তাকে লক্ষ্য করছে।
হঠাৎ একটা বাজ এসে ছোঁ মেরে নিয়ে গেল!