সমুদ্রের ঢেউ একটার পর একটা,
চলে আসে বিরামহীন।
ছন্দে কখনো পরে না ভাটা।
ছোট্ট ছেলে, মায়ের হাত ধরে,
অবাক বিস্ময়ে তাকিয়ে...
কখনো হাতের বল ছুঁড়ে দেয় জলে।
বল আবার ফিরে আসে তার দিকে।

দূরে এক কিশোর, বেলুন হাতে।
খেলার জন্য নয়, বিক্রি করতে ব্যস্ত।
এক সমুদ্র অভিমান তার চোখে।

ন্যাড়া মাথায় সজল চোখে,
পিতার অস্থি হাতে নাবালক।
অস্থি ভাসাবে সে সাগর জলে।

জীবন সমুদ্রের ঢেউ অবিরাম।
ছন্দে তার কখনো হয় না পতন।
শুধু কিছু ছাপ রেখে যায়...
যা বালুকাতটের মত মিলিয়ে যায় না
কখনো...