গণতন্ত্রে পাঁচশালা বন্দোবস্ত!
উপভোগে নেতা মন্ত্রী খুব চোস্ত।
ভোটের আগে তারা থাকেন ব্যস্ত।
জিতলে ভোটে দায়িত্ব পাবে মস্ত।
সান্ত্রী পেয়াদারা সেলাম ঠুকবে।
পাঁচটি বছর, কে তাকে রুখবে!
জনগণ তারই বোঝা বইবে।
ভোট দিয়েছ, যন্ত্রণা তো সইবে!
বন্যা হয়েছে ত্রাণ দেওয়া হবে।
ত্রাণ দিচ্ছে যারা, তারা কিছু পাবে।
তুমি মিছেই অবাক হচ্ছো ভেবে।
তোমার টাকা, তোমাকে ভিক্ষা দেবে!
বেনিয়মে আজব দুনিয়াটাই।
হিসেবে শুধুই গড়মিল তাই!!