শাসক যায়, শাসক আসে,
আবদ্ধ তুমি শোষণের নাগপাশে।
গায়ে দিয়ে নামাবলি,
ঘুরে ফেরো ধর্মের অলিগলি।
ধর্ম-ভেদে এত হানাহানি,
হয়নি কি মানবতার মানহানি?
হাতে নিয়ে ভিক্ষার ঝুলি,
ঈশ্বরের নাম নাও কেবলই।
ছাড়ো জপমালা, ভিক্ষার ঝুলি।
অত্যাচারীর মুখোস পড়িবে খুলি।