** ভুল বশতঃ এই কবিতাটি আমার হাত লেগে বাতিল হয়ে গেল। পুনরায় এটি পোস্ট করলাম। যারা আগের পোস্টে মতামত দিয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। প্রত্যেককে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
কঠগড়াতে ছিঁচকে চোর চোখে নাকে ভাসে!
সাক্ষী সাবুদ সঙ্গে করে পুলিশবাবু আসে।
বললে পুলিশ, 'গাঁট কেটেছে পাঁচশো টাকা,
ছাড়া পেলেই করবে কারোর পকেট ফাঁকা!
বিচারপতি জিগায়, চোরের উকিল আছে?
ছিঁচকে বলে, প্রশ্ন একটা আপনার কাছে।
পুলিশ বলে, চুরি করে আবার প্রশ্নটা কি?
ভাবছিস বুঝি, আইনকে তুই
দিবি ফাঁকি!
'অন্যায় করলে শাস্তি হবে সবাই জানে।
হাজার কোটি চুরি করে "নীরব" কোনখানে?
সত্যি আমি গাঁট কেটেছি, থাকব বলে জেলে।
অত্যাচার যতই থাক্, খাবারটা তো মেলে।'
'বলছি হুজুর, গাঁট কেটেছি, হাজার টাকা,
দেখুন খুঁজে পাঁচশ টাকা কে করল ফাঁকা?
হাজার টাকা চুরিতে ছ' টি মাস জেল হতো।
পাঁচশো টাকা গেঁড়িয়ে কেন ক্ষতি করলে এতো??'
*** "নীরব" অর্থাৎ নীরব মোদী, যে কোটি কোটি টাকা জালিয়াতি করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেশ ছাড়া।