রক্তের রঙ সবসময়ই লাল,
তুমি সাদা কালো যেই হও না।
ধর্মভেদেও সেই একই থাকে।
তবে কেন বারবার খুঁচিয়ে দেখি?
হাহুতাশ অন্যসূরে বাজলেও,
যন্ত্রণার তার একই সূরে বাঁধা।
কত রক্ত ঝরালে শ্রেষ্ঠ হওয়া যায়?
অশ্রুজলেই বুঝি বেদনার মুক্তি!
পাপীর শাস্তি যদিও বা হয়,
জ্ঞানপাপীর তাতে লবডঙ্কা।
চায়ের কাপে যতই উঠুক ঝড়,
মনের মাঝে সেই বাধ্যবাধকতা।