আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস।
পথে অগুন্তি মানুষের মিছিল...
মনে হয় এইতো সেদিনের কথা।
আশফাক দু হাতে উড়িয়ে দিলো টিয়া।
বলেছিলো 'যা মুক্তির স্বাদ খুঁজে নে,
আমি চললাম দেশমাতৃকার মুক্তির যুদ্ধে'।
ফ্যালফ্যাল করে চেয়ে থেকেছিলাম।
শুধু বলেছিলাম 'চললাম' বলতে নেই।
যুদ্ধ শেষে তোকে অনেক খুঁজেছি।
হাজারো শহীদ আশফাকের ভীড়ে ;
কোনটা আমার আশফাক বুঝিনি।
মুষ্ঠিবদ্ধ হাত অজান্তে মাথার উপর।
আজ পতাকায় সেই মুক্ত টিয়ার রঙ।
মাঝে তার শহীদের রক্ত নিশান।
টিয়ারাঙা দেশটা তুই দেখে গেলিনা।
কি দেখছিস? আমার চোখের জল!
ঐ যে ছেলেগুলো পতাকা হাতে চলছে,
ওদের মধ্যেই তো আমার আশফাক।
পতাকা শক্ত করে ধরে এগিয়ে চলো।
কাঁধে কাঁধ মিলিয়ে পেরোব বন্ধুর পথ।
আজ অশ্রু মুছে শহীদের মায়ের শপথ...
মুক্তির স্বাদ যদি কেউ কেড়ে নিতে চায়,
আমরা আছি লক্ষ আশফাকের মা;
এই বাংলায় আবার জন্ম দেবো লক্ষ লক্ষ আশফাকের।