আসমুদ্র হিমাচল, আমি
খুঁজে চলেছি তোমাকে।
পূর্ণিমার রাতে চাঁদের হাসির মাঝে , আমি তোমাকে চেয়েছি।
রাতের অন্ধকারে, বিছানার পাশে, তোমাকে খুঁজেছি।
সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে
তোমার উচ্ছলতার পরশ চেয়েছি।
ভোরের পাখির কলরবে,
তোমাকে আহ্বান করেছি।
অনেক খুঁজেছি তোমাকে।
কে তুমি?
আমার স্বপ্ন, আমার ভালোবাসা,
নাকি না পাওয়ার যন্ত্রণা?
তুমি একবার আসবে তো?
আমার হৃদ্ যন্ত্র বন্ধ
হওয়ার আগে...