যতটুকু পেরিয়েছি পথ,
হেঁটেছি সাবধানে...
একাগ্র দৃষ্টি শুধু সামনে।
ডাইনে বাঁয়ে চোখ ফেরাইনি।
কান দিইনি বিক্ষত পথের আর্তনাদে।
বিচলিত করেনি আমায়।
পথের কাঁটা সরিয়েছি সন্তর্পণে।
দু'হাতে সরিয়েছি জঞ্জাল।
পিছন ফিরে তাকাইনি কখনো।
সময় কোথায়?
থামিনি কখনও। থামতে চাইনি!
আজ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত।
এ ক্লান্তি কিসের ইঙ্গিত?
এ কি থামার কথা বলে?
তবে কি ফেলে এসেছি কিছু?
পেরিয়ে আসা পথের আশেপাশে !
কেন হাঁটছি, কোথায় যাব জানি না।
তবু হাঁটতে হবে আমায়।
ফেলে আসা যা কিছু ভুলে..
বিরামহীন শুধুই হেঁটে চলা।
হয়তো অনন্ত কাল ধরেই
হেঁটে যাব আমি...
আরও সামনে, আরও সামনে!