নিশি গুলি মোর কেটে যায়
নিঠুর চোখের জলে ।
মনের ব্যাথারে সাথী করে
হারিয়ে যাই অতলে ।
তুমি কি জানো অন্তকাল
ব্যাপী মোর হৃদয়ে রবে ?
তুমি কি জানো নিরালায় বসে
কেউ তোমারে ভাবে ?
তব হাসিমাখা মুখটি দেখিতে
সাধ বড় আজ ।
কেমনে ভুলি তোমার সেই
পরীর মতন সাজ ।
তুমি কি জানো এ ধরণীও
শেষ সেজেছিল কবে ?
তুমি কি জানো নিরালায় বসে
কেউ তোমারে ভাবে ?
কাছে যখন ছিলে দিইনি
তোমার কোনোই মূল্য ।
চিত্র তব দূরে সরে যেতে
বুঝেছি তুমি দুমূল্য ।
তুমি কি জানো শিল্পী প্রাণ হারায়
শিল্পের অভাবে ?
তুমি কি জানো নিরালায় বসে
কেউ তোমারে ভাবে ?
টুকরো টুকরো স্মৃতিকণাও
লাগাতে যাই জোড়া ।
হৃদয়-আঠা শুকিয়ে গিয়েছে
দেয়না কভু ধরা ।
তুমি কি জানো তোমা বিনা
মোর চিত্ত অপূর্ণ রবে ?
তুমি কি জানো নিরালায় বসে
কেউ তোমারে ভাবে ?
হৃদয় মোর অশান্ত সদাই
যেন সে ছন্নছাড়া ।
তোমারে না দেখিলে আমি
হই যেন পাগলপারা ।
তুমি কি জানো তব পরশেই
হৃদয় শান্ত হবে ?
তুমি কি জানো নিরারায় বসে
কেউ তোমারে ভাবে ?
জীবন হয়তো এইভাবেই
কাটিবে তোমা বিনা ।
তনু আছে হেথায় তবুও
আছি আমি প্রাণবিনা ।
তুমি কি জানো তব আঁখিই
প্রাণ দেয় মোর শবে ?
তুমি কি জানো নিরারায় বসে
কেউ তোমারে ভাবে ?