তোমারে খুঁজেছি আমি
গৃহে ও বাটে ।
তোমারে খুঁজেছি আমি
মাঠে ও ঘাটে ।
তোমারে খুঁজেছি আমি
গ্রামে ও নগরে ।
তোমারে খুঁজেছি আমি
নদী ও সাগরে ।
তোমারে খুঁজেছি আমি
বনে ও রণে ।
তোমারে খুঁজেছি আমি
স্বর্ণে ও ধনে ।
তোমারে খুঁজেছি আমি
হারে ও জিতে ।
তোমারে খুঁজেছি আমি
নৃত্যে ও গীতে ।
তোমারে খুঁজেছি আমি
সাঁঝে ও প্রাতে ।
তোমারে খুঁজেছি আমি
দিনে ও রাতে ।
তোমারে খুঁজেছি আমি
মন্দিরে ও মন্ডপেতে ।
তোমারে খুঁজেছি আমি
ছবিতে ও মূর্তিতে ।
এত খুঁজেছি তোমায়
পাইনি কোথাও সারা ।
চিত্ত মাঝে তাকাতেই
দিলে তুমি ধরা ।