ঝড়ের রাতে বাহির হইলাম
যেতে হবে বহু দূর ।
তুফান পথ মোর রুদ্ধ করে
সে যেন সদাই ক্রুর ।
আলোকচ্ছটা কোথা পাই ?
বন্ধ যে হয় আঁখি ।
তমসা ঘনায় সম্মুখে মোর
সবই অন্ধকার দেখি ।
আশ্রয় নেওয়ার ইচ্ছা নাহি
পাছে ছাড় তুমি সাথ ।
যেতে হবে অচিন দেশেতে
বাকি নাহি বেশি রাত ।
পথ দেখি অতি দুর্গম সখা
মরিব কি পথেই নাকি ?
প্রাণপাখি তুই উড়িস নারে
ঋণ মোর মেটানো বাকি ।