সকাল হতেই বারিশে
দেখ এ যেন মুক্তধারা
স্নিগ্ধ পরশে এ ধরাও
দেখি, হয়েছে পাগলপারা
পবনও দেখ মাঝে মাঝে
বোঝায় নিজ প্রকাশ
তরুগুলিকে স্পর্শ করে
দেয় প্রেমের আভাস
গুরুগম্ভীর মেঘরাজ্ করে
থেকে থেকে গর্জন
সুরপতি ও নিজ শস্ত্রে
দেখায় নিজ তর্জন
মাটি হতেও বাহির হয়
দেখ গন্ধ খুবই মিস্ট
শ্রাবণ তব নব বারিধারা
এ যেন স্বর্গীয় সৃষ্ট ।