পূবালী হয়ে উঠেছে সূর্য, এসেছে নুতন দিন
হে ঋতুরাজ ! তুমি এলে আজ নিয়ে উৎসব রঙিন
গ্রীষ্মের দহন, বর্ষার বর্ষণ, সবইতো এখন অচিন
তোমার পরশে আমার বাগিচায় পুস্প শত আসীন
চেয়ে দেখি সব আম্রকাননে এসেছে কত বোল
ধরণী আজ মেতে উঠেছে, বাজছে ঢাক-ঢোল
ঘাটে মাঠে পথে নতুন সাজে সেজেছে শিমুলবাহার
খুদে-বুড়ো-যুবা সব দেখে তাহা, কি শোভা তাহার !
লাল-নীল-সাদা চারিদিক ধাঁধা, চিনিবার উপায় নাই
রঙের পরশে রেঙেছে ভুবন, কারও আজ ছাড় নাই
সারা বছরের দুঃখ ভুলিয়ে, এসেছো তুমি যখন
'শেষ ভালো যার সব ভালো তার' এই এখন স্বপন ।