হৃদয় সজনী সখী তুমি যে আমার
তোমা বিনা সব যেন মরু বালুচর |
মণি বিনা ফণী নিষ্প্রাণ বাঁচে যেমন
প্রাণহীন আমিও তোমা বিনা সজন ||
তীর বিদ্ধ মৃগের কি যে যাতন হায়
বুঝিবে কি সে শিকারী পাতন যে ধায় |
নদী বিনা সাগরের জীবন অপূর্ণ
তোমা বিনা চিত্ত মোর সদাই যে ভগ্ন ||
আভরণ পরিহিত নারী বস্ত্রবিনা
পতিতা, গণিকা বনিতা সে, সে শ্রীহীনা |
তুমি যে আমার প্রিয়া রূপ সুদর্শনা
শত ভূষণ তাই দেয় মোর যাতনা ||
ছন্দবিনা রচিত সকল কাব্যগাঁথা
প্রাণহীন এক নিরস গোলকধাঁধা |
অন্তরের সুর ছন্দ তুমি মোর প্রিয়া
তোমা বিনা সুরহীন আমার এ হিয়া ||
তুমি হও মোর প্রেয়সী স্বর্গ-সাধনা
মত্যপ্রেমী কি বুঝিবে ?কি মোর কামনা-
প্রিয়া তুমি মোর যেন বৃষভানু সুতা
সুরছন্দে রচিব মোরা প্রেমের গীতা ||