বর্ষার সময়ও জল দেওয়ার কি আর আছে অর্থ?
তরু শুধায় মালীকে, "কেন কর এ পাগলামি ব্যর্থ?"
যা প্রয়োজন সবই আছে আমার হাতের মুঠোয়
শ্রাবণ যে আশিস করেছে বাড়বো না আর খড়কুটোয়।
আমিতো বেশ বাড়তে পারি পেয়েছি নতুন ধারা
"কেন মিছেমিছে তুমি কষ্ট কর, হে দিশেহারা?
কেন মিছে তুমি নিজেকে শুধু জাহির করতে যাও?
কেন মিছে বল আমার ভাগ্যের পিছুপিছু তুমি ধাও?"
মালী হেসে বলে, "সত্যই বটে বলেছো বেশ খাঁটি
কি জানি কেন তোমার জন্যে জাগি আমি দিনরাতি।"
"তরু তুমি একদিন বৃক্ষ হবে এতো জানি আমি
কিন্তু যে স্নেহে গড়েছি তোমায় তুমি খুবই দামি।
আমি জানি তুমি বাড়বে প্রিয় যুগ যুগান্তর বরষ
এ কোনো পাগলামি নয় এ হলো স্নেহের পরশ।
তাইতো আমি জল দেই, জানি তোমার প্রয়োজন নাই।
তবুও তোমাকে জল দিয়েই নিজের মনে শান্তি পাই।"