নব প্রভাতে, নব সুবাসে, জাগি দেখি,
হে বৈশাখ তুমি, দ্বারপ্রান্তে মোর একি !
দমকা বাতাস হৃদয়ে দোলা লাগায়ে,
মূঢ় গন্ধ ধরা যেন দিয়েছে ভরায়ে |
আকাশপথে নীল মেঘমেলা ভাসিয়ে
প্রকৃতি দেখি নিজেকে নিয়েছে রাঙিয়ে |
কিন্তু, বৈশাখ তোমা, ভুলিতে চাই আজি
মড়ক যে স্তব্ধতা আনিছে চিত্ত মাঝে |
উড়ন্ত শকুন আভাস দেয় দুর্দিন
কুহু কেকা রব যেন আজি সুরহীন |
কচিকাঁচা সব ও নববস্ত্র বিহীন
উৎসব বিনা জননী যেন শ্রীহীন |
চারিদিকে শুধু অনাহার আর ক্ষুধা
বৈশাখ তব আগমন গোলকধাঁধা ||