বহুদিন ব্যাপী, বহু পথ ধরি অতিক্রান্ত করেছি দিন
বহু ব্যয় করি, বহু দেশ ঘুরি, গিয়েছি সুদূর অচিন |
দেখেছি কত তরু-কলেবর, ঘুরেছি কত দেশ-দেশান্তর
লোভী আঁখি মেলে ধরেছি, জুড়াতে চেয়েছি মোর অন্তর ||
দুর্গম পথে গমন করেছি, শরীর করেছি শুধু ক্ষয়
পার হয়েছি কত পর্বতমালা - আল্পস কিম্বা সে হিমালয় |
কলেবর মোর ভাঙিয়া পরেছে, চিত্ত হয়েছে অশক্ত
পরিযায়ী যে তাই অস্থির হয়েছে, হৃদয় হয়েছে অভক্ত ||
অবশেষে হায় ! ভারাক্রান্ত হৃদয়, আসিলাম নিজ দেশ
বিদেশ ভুঁইয়ে ঘুরিয়া ঘুরিয়া আঁখি যে করেছি শেষ |
রজনীকালে তাই প্রবেশ করিলাম, মোর শান্তির নীড়
প্রত্যুষকালে শান্ত মননে বাহির হইলাম কুটির ||
প্রভাকর দেখি আম্নকানন ভরিয়েছে নিজ কিরণে
সুমিষ্ট কুসুম আর কুহু সুরে হৃদয় যে মোর হরণে |
দু-পা দূরে ঘাসের উপরে মুক্তার মতো সেকি !
এত দেখিলাম তবুও দেখি নাই শিশির বিন্দু, একি !