কখনো যদি আমায় দেখতে না পাও
স্বপ্নের দেশেতে খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
বাস্তবের সত্যতায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
মাটির গন্ধে খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
সুরের আকাশে খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
সকালের স্নিগ্ধতায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
রাতের শান্ততায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
চন্দ্র চন্দ্রিমায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
সূর্য কিরণে খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
কবিদের কবিত্বে খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
সাহিত্যের পাতায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখেতে না পাও
পুরানো অভিজ্ঞতায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
নতুন সৃষ্টিতে খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
কর্ম সাধনায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
জ্ঞানের বিশালতায় খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
স্মৃতির সরণিতে খুঁজো ।
কখনো যদি আমায় দেখতে না পাও
অন্তরের গভীরে খুঁজো ।