রবীন্দ্রনাথ, তুমি বিশ্বমানব মাঝে
প্রতিষ্টা করিয়াছ বাংলার মান
এ দুর্দিনেও তাই সহস্র বাঙালি
করে তোমা আন্তরিক সন্মান |
২৫ শে বৈশাখ বাঙালির মন
আজি সর্বদাই হরষে উৎফল
তোমা মহাঅনন্ত সৃষ্টি লইয়া
সর্বদা আছি সবাই ব্যাকুল |
যাহাতেই দিয়েছো তব ছোঁয়া
হইয়াছে তা স্বর্গীয়সম পূর্ণ
বিশ্বদরবারে তাই আজও,
তুমি, সকলের তরে বরেণ্য |
কাব্য, নাট্য, গল্প, উপন্যাস
সবেতেই তুমি আছ উজ্জ্বল
তব সঙ্গীত বাণী আজও
চিত্তমাঝে সদাই প্রত্যুজ্জল |
গীতাঞ্জলী লিখিয়া তুমি,
হে কবি, পাইলে নোবেল
সে কথা স্মরণে আসিলে
হয় বাঙালি আজও উদবেল |
প্রথাকেন্দ্রিক শিক্ষাব্যাবস্থায়
ছিল না তোমা মননিবেশ
শান্তিনিকেতনে তাই করিয়াছিলে
প্রতিষ্ঠা নিজ চিন্তদেশ |
তুমি ছিলে স্বদেশপ্রেমী,
ছিলে অন্যায়ের প্রতিবাদী
জালিয়ানাবাদ প্রতিবাদে
ছাড়িয়াছিলে নাইট উপাধী |
আজি বিশ্বমহামারীতে যদিও
শোকাহত মোর হৃদয়-প্রাণ
এই দুর্দিনে তবুও, হে প্রিয়
করি তোমায় অজস্র প্রণাম ||