কালো আমি বুঝলে বাবু, কালো গায়ের রং
এটা ঠিকই, পারিনা দেখাতে তেমন কোনো ঢং |
পারিনা আমি, তোমাদের চোখের নেশা মেটাতে
আঁখি নয় মোর টানাটানা, দোষ কি সেটাতে ?
তোমরা ভাবো কালো মেয়ে কালো বিড়াল সম
দেখা গেলেই মনের মধ্যে শুরু যে হয় ব্যামো |
আমার ছায়া পরলে বুঝি হবে সবাই আহত !
শুভ অনুষ্ঠানে তাইতো আমি রই সদাই বিরত ||
আমার ছেলে ফর্সা বাবু, তোমার মেয়ে কালো
পাড়াপড়শি বলবে কি যে, ইজ্জত সব গেল !
তাইতো বিয়ে এমনি আমার শুধুই যায় ভেসে
কত কথাই তোমরা যে গো শোনাও মোরে হেসে ||
কিন্তু, এটা মনে রেখো, কানাইও ছিল কালো
শ্যামামায়ের মুখমন্ডলী যে জগতের আলো |
আঁখির কোণে কাজললতা সৌন্দর্য বাড়ায় সদা
কালো প্রেমেই ধরা পড়েছিল জগৎসুন্দরী রাধা ||
তাইতো বলি রং এর বিচার করো না গো গোসাঁই
কালো-সাদা মিলিতভাবে চালায় সংসার সদাই |
প্রেমের চোখে দেখ যদি কালো কিছু নাই আর
কালো জগৎএ আছে বলেই সাদার এত বাহার ||