দুটি পথ ভাগ হয়ে গেছে পীত বনে
পথিক আমি পথভোলা অচিনজনে
একটি আগাছায় ভরা তমসা কালো
অপরটি প্রশস্ত পথ আঃ! বেশ ভালো
অতি লোভে ভাবি, দ্বিতীয় পথটি বেশ
প্রথম পথে ক্লান্তি, দেহ করবে শেষ
অন্ধকারে এ পথ দুর্গম যদি হয়
পৌঁছাতে হবে সময়ে, মনে আসে ভয়।
পদতলে আছে সবুজ ঘাসের পাতা
মাথায় তরুদল, ধরে রঙিল ছাতা
আনন্দে চলি আমি, আঃ! কেবলই সুখ
ক্ষনিক পরে বুঝি এ নিদারুন দুখ!
কিছুদূর পরে দেখি এ পথে সবাই!
হবে দেরি পৌঁছাতে, দুখের অন্ত নাই।