কলম যে থমকে গিয়েছে,
লেখনী হারিয়েছে আমার
চারিদিকে শুধু ধ্বংসলীলা
আর দেখি হাহাকার !
ক্ষণিকের বিনাশী বাতাস
করেছে এমন লুঠপাট
খালি খালি সব ভুপ্রান্তর
খালি দেখি সব মাঠ
বিশাল বিশাল বৃক্ষরাজেরা
হইয়াছে যেন স্লান
সতীত্ব হীন বালার মতো
হারায়েছে নিজ মান ||
পথ পাশের খুঁটিগুলি সব
ছিন্ন হইয়াছে মূল
নদীর বাঁধ ভেঙে গিয়ে,
ভাসায়েছে দেখি দুকূল
বৃহৎ বৃহৎ অট্টালিকাও
হারায়েছে নিজ মুকুট
নিশাচর শত ডাকাত যেন
করিয়াছে সব লুট
কাঁচাবাড়ির অবস্থা দেখি
চোখে চলে আসে জল
মনুষ্য আজ অসহায় বড়ই
অদৃষ্ট দিয়েছে যে ফল ||
এ দুর্যোগ মাঝে মাঝেই কেন
ফিরে আসে এ ভবে ?
তোমার রোষের আগুনে আর
কত যন্ত্রনা সবে ?
সন্তানের দুঃখে কি প্রভু
মনে আসে না কষ্ট ?
তিলতিল করে গড়া ভবিষ্যৎ
কেন কর তুমি নষ্ট ?
আর কত বল বিবাদী হয়ে
ঘুরিবে ধু ধু প্রান্তর ?
পরিযায়ী পথিক সাজিয়া
দুঃখে ভরা এ অন্তর ||
______________________________
লেখার আজ কোন ইচ্ছা ছিল না | চারিদিকে আমপানের বিনাশী তাণ্ডব দেখে লেখনী যেন থমকে গেছে |