ধেয়ে আসে দেখ ওই, মহা প্রলয়চন্ডী
বাঁধা যায় না তারে, নেই কোন গণ্ডি |
লন্ডভন্ড করে দেখ, সে যে বড়ই হিংস্র
এদিক ওদিক ছোটে, সব করে ধ্বংস |
সাগরে জন্মায় সে, ডাঙা করে তছনছ
কণ্টক-খড়ম পরে, চলে দেখ মচমচ ||
ভাঙে দেখ মহীরূহ, কখনও বা ওড়ে চাল
ধরা কাঁপে থরথর, সব যেন বেসামাল |
আলোক গতি সম, বেগে সে ধাবমান
মেঘনাদ গর্জনে, কান করে আনচান |
যেথা হতে যায় সে, করে তা জনশূন্য
বিনাশে শ্রেষ্ঠ সে, নিজ কাজে অনন্য ||
ক্ষুদ্র জীবেদেরও সে, দেয় নাকো রেহাই
শক্ত করাটে তাহার, সবই চিবিয়ে খায় |
আগুয়ান পথে সে, দেয় নাকো নিস্তার
কালকেও হারিয়ে, বাড়াতে চায় বিস্তার |
মায়াবী রূপেণ সে, সে যে চির অজয়
শক্ত বাহুতে তার, নেই কোনো পরাজয় ||