বর্তমান শিক্ষাব্যবস্থা হারিয়েছে তার শিক্ষা
শিক্ষার্থীর কাছে আজ এ যেন এক ভিক্ষা
শিক্ষাবিদদের শিক্ষাধারায় ভুগছে গোটা সমাজ
পড়াশুনাকে লাটে তুলেও এদের নেই কোনো লাজ
বিদ্যালয়ের কাজ শুধু নেওয়া হাজিরাখাতার সই
পরীক্ষা না হোক, জ্ঞান যাইহোক, নাইবা পড়ুক বই।
রেজাল্ট হবে ছেলের ভালো এটাই মায়ের আশা
বুঝতে চায়না ছেলের মাথায় কতটা বিদ্যা বাসা
সকাল হলেই ছেলেকে পাঠায় পিঠে দিয়ে থলে
ভুলে যায় তারপর, খোঁজ নেয় খারাপ কিছু হলে!
যে ভাবে ভাবছে শিশু, ভাবছে কি পিতামাতা?
ভাবছে কি তারা শুধুই বহন করছে বইখাতা?
এইভাবেই হচ্ছে দূষিত আমাদের শিক্ষাপদ্ধতি
শিক্ষার থেকে বাড়ছে শুধু শিক্ষালয়ের আকৃতি
যদি পেতে হয় শিক্ষাকে তার যোগ্য স্থান
দিতে হবে অবশ্যই তবে রাজনীতির প্রস্থান
সুচিন্তাকে করলে কদর বাড়বে শিক্ষার কদর
এই পন্থা বেছে নিলেই পাবে শিক্ষা আদর।