তোমরা মম হিয়ার মাঝে পুষ্পগন্ধ ছড়ায়ে
বক্ষ মাঝে আছো তোমরা স্বপ্ন সকল জুড়ায়ে ||
আশার প্রদীপ বাঁচায়ে রেখেছি দীপ্ত জ্বালায়ে
হাসি-কান্না, সুখে-দুঃখে বছরগুলি ভরায়ে
ছোট-ছোট স্মৃতিকণার পত্রসকল কুড়ায়ে ||
যাহা আছে মম মাঝে সব করি তাই উজাড়
অর্থ যশ প্রতিপত্তি না যেন লাগায় নেশার ||
হীনমন্যতা ভাঙিবে, হইবে সদাই উদার
সত্যের সন্ধানে ধাবিবে এই শুধুই আশার
কুসংস্কারের বেড়া ভাঙিবে হইয়া সমাহার ||
জ্ঞানের আকাশে তোমাদের উড়তে নেই মানা
নব বিহঙ্গের মতন মেলিবে তোমরা ডানা ||
নব পল্লবের মতন ফুটিবে এই কামনা
নব অন্বেষণে ধাবিবে দিগন্তে, আছে তা জানা
হতেই পারে চেনা সে পথ, নতুবা সে অচেনা ||
সফলতা নিশ্চিত পাইবে, হইবে সদা ধন্য
সাফল্যের মুকুট লয়ে, হইবে সদা বরেণ্য ||