হারানোর হয় তাকে ভয়
যে খুবই কাছের হয়
চিন্তা তাকেই নিয়ে হয়
যে সদাই অন্তরে রয়।
দূরে গেলেই বোঝা যায়
কে কত আপন হয়
নয়ন দুটি ভরে যায়
সব অশ্রু ছলনা নয়।
মুখে কথা কম রয়
প্রেম যেথা বেশি হয়
আঁখি সবই বলে দেয়
হৃদয়ে যা লুকায়ে রয়।
অভিমান তারই প্রতি হয়
অনুরাগে যাকে ছোঁয়া যায়
প্রেম যেথা নিষ্পাপ হয়
সৃজন সেথা অমর রয়।