ক্ষুধার এই দেশের আমি নরপতি
দ্বারে দ্বারে ঘুরি আর যে ক্ষুধা কুড়াই :
আধপেটা, অভুক্ত কিংকর যে আমি
তোমরাই কিনা কর দানের বড়াই ?
একবার যে খাদ্য তোমরা নষ্ট কর
তা বন্ধু আমার সারাদিনের সাধন;
আমি চারণ, ভবঘুরে খাদ্যের খোঁজে
বিলাসিতাময় যে তোমাদের জীবন |
ক্ষুধার্ত আমি, তৃষ্ণার্ত আমি, তবুও যে
তোমাদের কেন কোন দয়া মায়া নাই ?
আমায় দেখে আবারও বিদ্রূপ কর
কেমন নিঠু: বিচার তোমাদের হায় !
সারমেয় সাথে করি মারামারি আমি,
নির্বাক, পেট-জ্বালা মেটানোর আশায়
রাত্রি বেলায় আবার মিলেমিশে থাকি,
থাকি বৈমাত্রেয় মোরা, একই বাসায় |
লাঞ্ছনা আর যন্ত্রনা আমার দোসর
অভুক্ত হয়ে করি সদা নিশি যাপন
দুর্দশা-কষ্ট যে মোর পেখম মেলেছে
ভেসে ভেসে যাই, দেখি রঙিন স্বপন |
একই দেশের সন্তান মোরা, তবুও
অদৃষ্টের এক কেমন বিচার ভাই ?
যা তুমি চাও তার শত অধিক পাও
আর আমি, নিরন্ন, কেন ক্ষুধা কুড়াই ?