শখ করে ভীড় থেকে বেছে মায়া" কিনেছিলাম,
ভীড় ছিন্ন করে নিরালায় ডাকি ব্যথা" পেয়েছিলাম।
অদ্ভুত ভালবেসেছিলাম, পরিমাণ অজস্র ছিলো,
বোঝাই, ঠিক যতটা ভালবাসলে আত্মায়,
ভালোবাসার নির্মম রক্তক্ষরণ হয়।
বিসর্জনে করিনি আমি তরুণ করিনি কোন ত্রুটি,
সবটা দিয়ে বাধানো সেই পরিচিত আত্মা আজ,
দিয়েছি নির্মম বিদায় এঁকেছে ছুটি"।
চারিদিকে রঙিন সব গল্পের গন্ধ,
সময় এসেছে, হয়ে যাবে সব বন্ধ,
হায় আত্মা আর কাল কুঠুরি বন্ধ।
কত শপথ করেছিলাম দুজনে বসে,
হারালে হারাবো দিনশেষে ফিরব 'নীড়ে,"
রয়ে গেলো নীড়, হারিয়ে গেল "পাষান হীর"।
সংক্ষিপ্ত