বাঁচতে চাই'
সম্পর্কে সুর না থাকলে'
সম্পর্কগুলো শুকিয়ে যায়,
কথা না বল্লে গল্প জমে না,
কথার চাদর ভাজ করে রাখলে'
গল্পগুলো ছন্নছাড়া হয়ে যায়।
ঠিকমত যত্ন না করলে,
মুছে যায় সৃতি, মরীচিকা আসে সুতোয়।
সত্য ভালোবাসলে, ঘৃণা আসে না'
কোনভাবেই ঘৃণা জমে না।
সাধারণ মানুষ' রাই অসাধারণের প্রেমে পড়ে'
ভালোও বাসে'
বিষাদে পোড়ার ছাই, আর
রোদের পুড়ে যাওয়া ছাইয়ের রঙ এক!
সফলতা পেতে মানুষ ঘর ছাড়ে'
ভালোবাসা না পেলে মানুষ সব ছাড়ে।
পুরনো দিনগুলোতে কি ছিলাম'
আজকের দিন আমায় কি শেখালো?
আগামীকাল আমিও ঠকে যেতে পারি!
মরে যেতে তো হবেই, এই না হয়-
অল্প সময়, যে সময়গুলোতে শীতের,
গন্ধহীন কুয়াশা রোদের আলোতে শুকিয়ে যায়,
মেঘ জমতে জমতে আত্মায় যত্ত বৃষ্টি জমা হয়,
ক্লান্ত শরীরে জো নেই' শুন্য আত্মায় লাল নেই,
যে সময়টুকুতে চাতক পাখি হতে হয় না,
মানুষের জন্য শুভ্র লাল বিলিয়ে দেয়া যায়,
সুখ পেতে অঢেল সমুদ্র পরিশ্রমে,
সেথায় কেবলমাত্র ঘামটুকুই পুঁজি।
সে সময়টুকু আমি ভালো মানুষ হয়ে বেঁচে
থাকতে চাই, গল্প হতে চাই-
ইতিহাস হতে চাই, কাব্য হতে চাই,
রক্তাক্ত আত্মাকে বাঁচাতে চাই,
সত্য ভালোবাসতে চাই,
আমি বাঁচার মত বাঁচতে চাই।