উৎসব'

নজর নয়নে চাপা পড়ে আছে
কতশত চুক্তিহীন বাঁধন,
আত্মার করুণ গাঢ় ভাঁজে লুকিয়ে থাকে,
মানুষের প্রিয় সুজন।
যোগোযোগে পড়ে মরীচিকা পাথর পাথর চোখে,
মনের গহীনে মেঘ জমে যায় বিষাদী সেই সুখে।
ঐ যে সেদিন দুপুর বেলা, মনীব রাগ করল,
কে যেন নাম তাঁর ডেকেছে, পদবী বাদ পড়ল,
শেষ সময়ে শেষ অযিভোগ হায়াত কেনো কমল।
কোন পদবী কোন সমাজের যেথা সেথা রটে,
মরার পরেই শেষ পদবী' মরহুম/মরহুমা বটে।
মৃত্যুর আসে মানুষ হাসে বিষাদ সুর খুঁজে,
আপনজনেরা বিষাদ লুকায়' মিথ্যে হাসির সাজে।

সংক্ষিপ্ত