সত্য কভু মিথ্যে নয়,
কেন আড়াল করো,
দিনশেষে তোর ঠাই যে
কবর" কেন অস্বীকার করো।
মরন বেলায় মরবে তুমি,
মরবে তোমার সব ই,
রয়ে যাবে কর্ম তোমার,
যা নিতান্তই সব ই।
মরন বেলায় মরবে তুমি,
রাখবে অন্ধকার ঘরে,
রেখে যাও কান্নার
জন্য কিছু মানুষ ঘরে।
মরনের পরে যেন বলে,
সে" মানুষ শুভ ছিল,
সকাল,সন্ধা, ভোরে।
সংক্ষিপ্ত