তুলার ময়না'

এক আসমান সুখ উড়িয়ে এক আসমান বিষাদ
কেনা হয়, সেথায় সমস্ত মানুষ ভীড় করে।
মুক্তির মিছিল করে, বাজায় আগমনী দিনের সুর,
সেথায় আমিও একটা নীড় গড়েছি।
আকাশের সমস্ত নীল, পাহাড়ের বুকে
গজানো সমস্ত সবুজ আমি আমাতে ধারন করে,
শঙ্খচিলের বেশে উড়ে বেরাই,
দিগন্তের এপাড় ওপাড়।
আমায় কেবল প্রকৃতির মাঝেই খুঁজে পাওয়া যায়,
আর আসমানের মেঘমালাতে আমার আড্ডা।
যারা সমস্ত রঙ বিলিয়ে দেয় মানুষের খাতিরে,
আমি উপভোগে ধারন করি সেই রঙহীন মানুষদের।
সবশেষে যারা মরে বাঁচে,তারাই বাঁচার মতন বাঁচে।

সংক্ষিপ্ত